প্রচলিত বিভিন্ন খতম: তাৎপর্য ও পর্যালোচনা
أعرض المحتوى باللغة العربية
উপমহাদেশের মুসলিমদের মাঝে বিভিন্ন প্রকার বিদ‘আতের প্রচলন রয়েছে। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, খতমে কুরআন, খতমে বুখারী, খতমে শিফা, খতমে ইউনুস, খতমে জালালী, খতমে তাহলীল, খতমে না-রী, খতমে মাহী, খতমে খাজেগান, খতমে তাসমিয়া ইত্যাদি। আশ্চর্যের বিষয় হচ্ছে যারা এগুলো প্রচার-প্রসার করে তারা উপমহাদেশের লোকদের কাছে আলেম বলে পরিচিত। অথচ এগুলো ভ্রষ্টকারী বিদ‘আত, আবার কখনও কখনও সেগুলো কুফরী, শির্কী বাক্যে পরিপূর্ণ। এ জন্যই লেখক এ গ্রন্থে এ জাতীয় খতমগুলোকে বিশেষভাবে গবেষণা করেছেন, সেগুলো থেকে সাবধান করেছেন, সুন্নাতের অনুসরণের উপর উৎসাহ দিয়েছেন, বিদ‘আত ছেড়ে দেওয়ার প্রতি গুরুত্ব দিয়েছেন।