কারবালায় কী ঘটেছিল? কে হুসাইনকে হত্যা করেছে?
أعرض المحتوى باللغة العربية
আশুরা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিন। সে দিনটির সাথে কেউ কেউ কারবালার ঘটনাকে একাকার করে নেয়। অথচ আশুরার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। তবে ইসলামের ইতিহাসে কারবালার মর্মান্তিক ঘটনা অনেককেই কষ্ট দেয়। কিন্তু একটি গোষ্ঠী এ ঘটনাকে পুঁজি করে মুসলিম উম্মতের মধ্যে ফাটল সৃষ্টির জন্য উম্মতের উত্তম লোকদের গালি-গালাজ ও বেশ কিছু হারাম কাজ করে থাকে। এ প্রবন্ধে কারবালায় বাস্তবে কী ঘটেছিল এবং কারা হুসাইনকে হত্যা করেছে সে ব্যাপারে প্রমাণ্য চিত্র তুলে ধরা হয়েছে।