যাদের জন্য জান্নাতে বাড়ি বরাদ্দ
أعرض المحتوى باللغة العربية
জান্নাত- প্রত্যাশীদের সর্বোচ্চ প্রত্যাশা ও প্রতিযোগীতে সর্বাধিক প্রতিযোগীতার বিষয়। সফলকাম সে ব্যক্তি যে জান্নাত লাভের জন্য সচেষ্ট হয়। ভাগ্যবান সে যে তা অর্জনের জন্য অধিক পরিমাণে নেক আমল করে যায়। জান্নাত অত্যন্ত মূল্যবান সম্পদ যা অর্জন করা শুধু তার পক্ষেই সহজ হয়, আল্লাহর তরফ থেকে যার জন্য বিষয়টি সহজ করে দেয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কয়েক ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। উক্ত হাদিসের ব্যাখ্যায় আবর্তিত হয়েছে আমাদের এই প্রবন্ধটি। জান্নাত প্রত্যাশী যে কোনো ব্যক্তি প্রবন্ধটি পড়ে উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস।