আল্লাহর (দ্বীনকে) রক্ষা কর, তিনি তোমাকে রক্ষা করবেন
أعرض المحتوى باللغة العربية
আল্লাহর (দ্বীনকে) রক্ষা কর, তিনি তোমাকে রক্ষা করবেন : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক হাদিসে মুসলমানদের সম্বোধন করে বলেছেন—আল্লাহকে রক্ষা কর, তিনি তোমাকে রক্ষা করবেন। তিনি এতে মানুষের রক্ষা পাওয়াকে নির্ভরশীল করেছেন তাদের আল্লাহকে রক্ষা করার উপর। আপাত জটিল হলেও হাদিসটির ব্যাখ্যা ও বিশ্লেষণ করা হয়েছে নিবন্ধটিতে।