আল্লাহর পরিচয়
أعرض المحتوى باللغة العربية
আল্লাহর অস্তিত্ব : আল্লাহর অস্তিত্ব নিয়ে আদিমযুগে কেউ কোন দিন সন্দেহ পোষণ করেছে বলে আমাদের জানা নেই। কেবল বর্তমান যুগেই আধুনিক আবিস্কার উদ্ভাবনে মোহাচ্ছন্ন হয়ে অনেকেই স্রস্টার অস্তিত্বকে অস্বীকার করার ধৃষ্টতা প্রদর্শন করতে চায়। বক্ষ্যমাণ প্রবন্ধটি এ বিষয়ে সকল সন্দেহ দূরীভুত করবে বলে আমাদের আশা।