প্রসঙ্গ একই দিনে সাওম ও ঈদ পালন
أعرض المحتوى باللغة العربية
প্রসঙ্গ একই দিনে সাওম ও ঈদ পালন। অতীত দিনের এবং বর্তমান সময়ের বড় বড় আলিমগণ কী বলেছেন বা বলেন এই বিষয়ে। আর ইসলামের নির্দেশনা আসলে কী? মুসলিম উম্মাহর জন্য অধিকতর কল্যাণ নিহিত রয়েছে কোন কোন বিষয়ে? মুসলিমদের মধ্যে ঐক্য আসতে পারে কেবল জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের ওপর আমল করার ব্যাপারে ঐক্যমত হওয়ার মাধ্যমে -এ বিষয়টি আলোচক খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এই অডিও লেকচারটিতে।