মানব জাতির হিদায়াতের জন্য কুরআনের গুরুত্ব

أعرض المحتوى باللغة العربية anchor

translation লেখক : আবুল কালাম আযাদ আল-মাদানী
1

মানব জাতির হিদায়াতের জন্য কুরআনের গুরুত্ব

6.3 MB MP3

মানুষের হিদায়াতের জন্য কুরআন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তা‘আলা আমাদেরকে সঠিকভাবে চলার জন্য কুরআন নাযিল করেছেন। কীভাবে মানুষ কুরআনের মাধ্যমে হিদায়াত লাভ করবে তা আল্লাহ তা‘আলা বিভিন্ন সূরাতে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা বলেন, মানুষ কি চিন্তা করেন না এ কুরআন সম্পর্কে? আমি কুরআনকে সহজ করে দিয়েছি মানুষকে বুঝার জন্য, কে আছে উপদেশ গ্রহণ করার। উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সহীহ হাদীসে উল্লেখ রয়েছে, সবচেয়ে উত্তম সে ব্যক্তি যে নিজে কুরআন পড়ে এবং অন্যকে কুরআন শিক্ষা দেন। উক্ত অডিওটিতে কুরআন পাঠ করার অনেক ফযীলত বর্ণিত হয়েছে।

ক্যাটাগরিসমূহ