তাওবা ও তার গুরুত্ব
أعرض المحتوى باللغة العربية
পরিভাষায় তাওবা হলো অন্যায় কাজের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া। তাওবা সম্পর্কে কুরআন ও হাদীসে অসংখ্য আয়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর নিকট তাওবা করো। কেননা আমি আল্লাহর নিকিট প্রতিদিন একশত বার তাওবা করি। উক্ত আলোচনায় আলোচক হাদীসের আল্লাহ কীভাবে মানুষকে মাফ করে দেন ও কেমন খুশি হন তা বর্ণনা করেছেন। তাই একজন মুসলিমের জীবনে তাওবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ যার মাধ্যমে পরকালিন মুক্তি লাভ করতে পারবে।