ই‘তেকাফের গুরুত্ব
أعرض المحتوى باللغة العربية
আলোচ্য অডিওটিতে নিম্নোক্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। ১। ই‘তেকাফ অর্থ বিছিন্ন হওয়া। ২। ই‘তেকাফে বসা সুন্নাতে মুয়াআক্কাদা। ৩। প্রত্যেক বছর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ই‘তেকাফে বসতেন। ৪। পুরুষদেরকে মসজিদে ই‘তেকাফ বসতে হবে আর মহিলারা ঘরে ই‘তেকাফ করবে। ৫। ই‘তেকাফে অবস্থায় বেশি বেশি নফল সালাত, যিকির ও দো‘আর মাধ্যমে কাটানো অধিক কল্যাণকর।