তাওহীদ কী ও তাওহীদের গুরুত্ব
أعرض المحتوى باللغة العربية
1- তাওহীদ হলো মহান আল্লাহ তা‘আলাকে এক বলে জানা, তাঁর কোনো শরীক নেই, একমাত্র তিনিই ইবাদতের উপযুক্ত –এ কথা বিশ্বাস করা ও মেনে নেওয়া। এ দুনিয়ার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা, সব কিছুর মালিক ও পরিচালক একমাত্র তিনিই। তিনিই জীবনদাতা ও মরণদাতা বলে বিশ্বাস করা, আল্লাহকে ছাড়া অন্য কারো অতিপ্রশংসা করা যাবে না, কাউকে মালিক মানা যাবে না এটিই হলো তাওহীদের মূল কথা। 2- মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা। একদিন মানুষ মারা যাবে, তারপর আল্লাহর কাছে সবকিছুর হিসাব দিতে হবে। কাফেররা মনে করে সবকিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে, আল্লাহর কোনো অস্তিত্ব নেই। পরকালে কাফেরদের ঈমান না আনার কারণে কঠিন ‘আযাব ভোগ করতে হবে এ নাফরমানীর কারণে। আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা তা কুরআনে স্পষ্ট বর্ণনা করেছেন। সুতরাং আলোচক তাওহীদ কী ও তাওহীদের গুরুত্বের ওপর বিশদভাবে আলোচনা করেছেন।