রমযান মাসকে আমরা কীভাবে অভ্যর্থনা জানাবো
أعرض المحتوى باللغة العربية
উক্ত অডিওটিতে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে:- মুসলিমগণ রমযান মাসকে কীভাবে অভ্যর্থনা জানাবে তা আল্লাহ তা‘আলা কুরআনের মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, তা হলো সাওমের মাধ্যমে মাগফিরাত কামনা করা, সাওম পালনের মাধ্যমে মুসলিমদের জান্নাত লাভের প্রতিযোগিতা করা, রমযান মাসের সকল ইবাদত আমলের মাধ্যমে প্রত্যেক মুসলিম নিজেকে আত্মশুদ্ধি করে নেওয়া, যাবতীয় খারাপ কাজ পরিহার করে অধিক সওয়াব লাভের আশায় আমলের দিকে মনোযোগ দেওয়ার প্রস্তুতি নেওয়া।