×
সাওম নষ্টকারী বস্তুসমূহ কী কী তা এক সাওম পালনকারীর জানা একান্ত প্রয়োজন। যেসব কারণে সাওম নষ্ট হয় তা উক্ত অডিওতে আলোচনা করা হয়েছে। যেমন, ১। রমযান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করা। ২। সাওম পালন অবস্থায় পানাহার করা। ৩। খাদ্যযুক্ত স্যালাইন শরীরে প্রবেশ করানো। ৪। মেয়েদের হায়েয ও নিফায অবস্থায় রক্ত বের হওয়া। ৫। সিঙ্গা লাগিয়ে দূষিত রক্ত বের করা। ৬। ইচ্ছাকৃত বমি করা। ৭। জাগ্রত অবস্থায় হস্তমৈথুন অথবা স্ত্রীকে চুম্বনের ফলে বীর্যপাত হওয়া। আর যেসব কারণে সাওম নষ্ট হয় না এ বিষয়টিও এখানে বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।