×
উক্ত অডিওটিতে আলোচনা করা হয়েছে:- ১। সালাতে ডানে বামে তাকানো নিষেধ। ২। সালাতে রঙিন জায়নামাজ না নিয়ে আসা ও লাল নীল রঙিন কাপড় পরিধান না করা। ৩। ইচ্ছা করে সালাতের মধ্যে কথা বললে সালাত নষ্ট হয়ে যাবে। ৪। ইচ্ছা করে কিবলা দিক বাদ দিয়ে ডানে ও বামে তাকালে সালাত নষ্ট হয়ে যায়। ৫। বায়ুপথ দিয়ে বাতাস বের হলে অযু নষ্ট হওয়ার সাথে সাথে সালাতও নষ্ট হয়ে যায়। ৬। সালাতের মধ্যে হাসলে সালাত নষ্ট হয়ে যাবে। তাই সালাত পড়ার সময় আমাদেরকে এসব খেয়াল রেখে সালাত আদায় করতে হবে। সালাতের পদ্ধতি ও নিয়ম মেনে সালাত আদায় করতে হবে। রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন সকল মুসলিমকে সেভাবে সালাত আদায় করতে হবে। সালাতের পদ্ধতি ও নিয়ম এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।