যাকাতের মাসায়েল
أعرض المحتوى باللغة العربية
জনাব মুহাম্মাদ ইকবাল কীলানী সাহেব আল-কুরআন ও সহীহ হাদীসের আলোকে “যাকাতের মাসায়েল” নামক গ্রন্থটিতে যাকাতের পরিচয়, ব্যাখ্যা, ফযীলত, গুরুত্ব, নিসাব, বিধান ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করেছেন। শুরুতে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা সংযোজন করেছেন যাতে যাকাতের বিভিন্ন উপকারিতার বিশদ বিবরণ এবং পুঁজিবাদ, সমাজতন্ত্র এবং ইসলামী অর্থনীতির মধ্যে তুলনামূলক আলোচনা করেছেন। আশা করি বাংলা পাঠক-পাঠিকাগণ বইটি পড়ে যাকাত সম্পের্কে সুদৃঢ় ও সঠিক ইসলামী ধারণা গ্রহণ করতে সক্ষম হবেন।