শয়তানের প্রবেশপথ (পর্ব ১)
أعرض المحتوى باللغة العربية
শয়তান মানুষকে পথভ্রষ্ট করার লক্ষ্যে তার সকল মাধ্যম ব্যবহার করে থাকে। এমন সব রাস্তা দিয়ে মানুষকে সে ধোকা দেয় যা সম্পর্কে অনেক লোক গাফেল থাকে। মানুষ তার অজান্তে শয়তানের ধোকায় পড়ে যায়। অবশ্য শয়তানের প্রতিটি ধোকা থেকে বাচার উপায় রয়েছে। বক্ষমাণ প্রবন্ধে শয়তানের ধোকা দেয়ার রাস্তাসমূহ তার প্রতিকার সহ উল্লেখ করা হয়েছে।