হজকর্মসমূহের সংক্ষিপ্ত ইতিহাস
أعرض المحتوى باللغة العربية
হজকর্মসমূহের রয়েছে দীর্ঘ ইতিহাস। কেননা ইব্রাহীম আ. এর যুগ থেকেই চলে আসছে হজ পালনের পরম্পরা। বক্ষ্যমাণ প্রবন্ধে হজকর্মসমূহের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হল। উদ্দেশ্য হজ পালনকারীর হৃদয়ে এ অনুভূতি জাগ্রত করা যে হজ পালনের মাধ্যমে তাওহিদ-নির্ভর ইবাদত চর্চার এক দীর্ঘ পরম্পরার সাথে নিজেকে সংযুক্ত করছে। আশা করি প্রবন্ধটি পড়ে সকল হজ পালনকারী উপকৃত হবেন।