আল্লাহর মহানুভবতা
أعرض المحتوى باللغة العربية
আল্লাহর মহানুভবতা : আল্লাহর এক মহানুভবতা যে মানুষ অন্তরে যে সকল অপরাধ করার কথা কল্পনা করে তা ক্ষমা করে দেন, যদি না সে করার ব্যাপারে দৃঢ় সংকল্প করে। পক্ষান্তরে ভাল কাজ করার নিয়ত করার সাথে সাথে সওয়াব তিনি লিখে দেন। আর তিনি প্রত্যেক ভাল কাজের সওয়াব দশগুণ থেকে বাড়িয়ে বহুগুণ পর্যন্ত দিয়ে থাকেন। প্রবন্ধে এ বিষয়গুলো তুলে ধরা হয়েছে।